মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তার বরাত দিয়ে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের ষড়যন্ত্র প্রকাশের পর বিষয়টি নিয়ে দেশটির প্রশাসনে উদ্বেগ রয়েছে। এছাড়া হরতাল-অবরোধের নামে পেট্রলবোমায় শত শত মানুষ পুড়িয়ে হত্যার ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের বাংলাদেশবিষয়ক কর্মকর্তারা।
স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান উপস্থিত হয়ে এ সংক্রান্ত সচিত্র তথ্য প্রমাণাদি পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। এ সময় মার্কিন পররাষ্ট্র দফতরের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তারা এসব ঘটনায় তাদের উদ্বেগের কথা তুলে ধরেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
তিনি জানান, মার্কিন নাগরিকের নিরাপত্তা দিতে সরকার বদ্ধপরিকর বলে কর্মকর্তারা উল্লেখ করেন।
ভার্জিনিয়ায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাসরত সজীব ওয়াজেদ জয়ের ক্ষতি করার উদ্দেশ্যে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সংরক্ষিত গোপন তথ্য পেতে এফবিআইএর এক কর্মকর্তাকে ঘুষ দেওয়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী এক বিএনপি নেতার ছেলেকে গত ৪ মার্চ কারাদণ্ড দিয়েছে নিউ ইয়র্কের ফেডারেল কোর্ট।
দণ্ডিত রিজভী আহমেদ সিজার (৩৬) বিএনপির সহযোগী সংগঠন জাসাসের নেতা মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে। পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের ফেয়ারফিল্ড কাউন্টিতে বসবাস করছেন মামুন। তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সিদ্দিকুর রহমান ছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন, সৈয়দ বসারত আলী ও মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন এবং ওয়াশিংটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন।
বৈঠকে বিএনপি-জামায়াত জোটের চলমান হরতাল-অবরোধে নাশকতার বিভিন্ন তথ্য ও চিত্র সম্বলিত একটি স্মারকলিপি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বরাবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।
বিডি-প্রতিদিন/ ১৪ মার্চ, ২০১৫/ রশিদা