বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ ভারতে আত্মগোপনে ছিলেন এবং সময়ে সময়ে স্থান পরিবর্তন করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আসাদুজ্জামান খান কামাল বলেন,'সালাহউদ্দিন আহমেদের নামে দেশে কয়েকটি মামলা রয়েছে। ভারতেও তার বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলা শেষে দেশে আসার পর সালাহউদ্দিনের বিরুদ্ধে বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হবে।'
ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে সালাহউদ্দিনের খোঁজ পাওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানা যায়নি বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, 'যা জেনেছি তা মৌখিকভাবে জেনেছি। সালাহউদ্দিন ভিআইপি বলে আইনের কোনো ব্যাত্যয় ঘটবে না।'
আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ১৩ মে ২০১৫/শরীফ