ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে আটক বিএনপির যুগ্ন মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারতীয় পুলিশকে একটি ‘রেড নোটিস’ পাঠিয়েছে ইন্টারপোলের ঢাকা অফিস।
বৃহস্পতিবার মেঘালয় পুলিশের মহা পরিচালক রাজীব মেহতাকে উদ্ধৃত করে কলকাতার ইংরেজি দৈনিক টেলিগ্রাফ এই প্রতিবেদন প্রকাশ করেছে।
রাজীব মেহতা টেলিগ্রাফকে বলেছেন, সালাহউদ্দিনের বিরুদ্ধে বাংলাদেশে বেশ কয়েকটি ফৌজদারি মামলা থাকার কথা জানিয়ে ইন্টারপোলের ঢাকা ইউনিট থেকে তাকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য একটি রেড নোটিস পাঠানো হয়েছে।
টেলিগ্রাফকে তিনি বলেন, ''আমরা গতকাল বুধবার ভারতের সিবিআইয়ের মাধ্যমে ওই নোটিস হাতে পেয়েছি। আমরা ইতোমধ্যে সিবিআইকে আমাদের উত্তর দিয়েছি।''
অন্যদিকে, পূর্ব খাসি হিলসের এসপি এস খারক্রাং বৃহস্পতিবার বলেন, সালাহউদ্দিন হাসপাতাল থেকে ছাড়পত্র পেলে আমরা আমাদের তদন্ত কাজ শুরু করব। তাছাড়া হাসাপাতাল থেকে সালাহউদ্দিন ছাড়পত্র পেলে তাকে আদালতে হাজির করা হবে বলেও তিনি জানান।
এক পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, সালাহউদ্দিন নিজেকে তার দেশ থেকে অপহরণের অভিযোগ যদি সত্যিও হয়, তাহলে প্রশ্ন থেকে যায় তিনি কিভাবে এবং কেন ভারতের শিলংয়ে আসলেন?
শিলং সিভিল হাসপাতালের কার্ডিওলোজিস্ট ড. ডি জে গোস্বামী যিনি সালাহউদ্দিনের স্বাস্থ্য পর্যবেক্ষণের দায়িত্বে আছেন তিনি বলেন, তার স্বাস্থ পরিক্ষার জন্য বেশ কয়েকটি টেস্ট করা হয়েছে। যেগুলোর প্রতিবেদনের জন্য অপেক্ষায় আছি।
তিনি আরও বলেন, সালাহউদ্দিনকে যদি হাসপাতাল কর্তৃপক্ষ শারীরিক ও মানসিকভাবে সুস্থ মনে করে তবেই তাকে হাসাপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।
উল্লেখ্য, দীর্ঘ ২ মাস নিখোঁজ হওয়ার পর গত সোমবার শিলংয়ের গল্ফ লিঙ্ক এলাকা থেকে সালাহউদ্দিনকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করে শিলং সিটি পুলিশ। ভারতে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাকে গ্রেফতার করে পুলিশ।প্রথমে তাকে মেঘালয় ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ এ্যান্ড নিউরোসায়েন্স (মিমহান্স)-এ ভর্তি করা হয়। পরে সেখান থেকে পাঠানো হয় শিলং সিভিল হাসপাতালে। সূত্র: দ্য টেলিগ্রাফ
বিডি-প্রতিদিন/১৪ মে, ২০১৫/মাহবুব