ভারতের মেঘালয় রাজ্যের শিলং হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির যুগ্ন মহাসচিব সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইনজীবী রাকেশ মজুমদার।
গতকাল বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টার দিকে আটক বিএনপির নেতার সাঙ্গে দেখা করেন এই আইনজীবী। এ সময় তিনি মামলা পরিচালনা করার জন্য তার পক্ষে বিভিন্ন কাগজপত্র গুছাচ্ছেন বলে সালাহউদ্দিনকে আশ্বস্ত করেন।
এদিকে, শিলং সিভিল হাসপাতালের পরিচালক নোবেল রায় বাংলাদেশ প্রতিদিনকে জানান, হাসাপাতালে চিকিৎসাধীন সালাহউদ্দিন আহমেদ বর্তমানে সুস্থ আছেন।
সালাহউদ্দিনের চিকিৎসার দায়িত্বে নিয়োজিত ড. গোস্বামী বলেন, হাসপাতালে আনার পর সালাহউদ্দিনের কাছে হার্ট ও স্কিনের চারটি বাংলাদেশি ট্যাবলেট ছিল। বর্তমানে তিনি অনেকটা সুস্থ।
এর আগে, দীর্ঘ ৬২ দিন নিখোঁজ থাকার পর বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ ভারতের মেঘালয় রাজ্যে শিলং পুলিশের হাতে আটক হন। সেসময় তার অবস্থা অস্বাভাবিক হওয়ায় পরে তাকে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৫/মাহবুব