ভাররেত মেঘালয় রাজ্যের শিলং হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে আইনের শাসন অনুযায়ী দেশে ফিরে আসতে হবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নৌকা সমর্থক গোষ্ঠী এ আলোচনা সভার আয়োজন করে।
সুরঞ্জিত সেন গুপ্ত আরও বলেন, ‘সালাহউদ্দিনকে শুধু সেখানের (ভারত) আইনী প্রক্রিয়া শেষ করলেই হবে না। আমাদের দেশের আইনের মাধ্যমেও নির্দোষ প্রমাণিত হতে হবে। তারপর তিনি পরিবারের কাছে ফিরতে পারবেন।’
তিনি বলেন, ‘অনেকদিন পর মানুষ ভেবেছিল বিএনপি তাদের ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করেছে। কিন্তু আবার যখন সালাহ উদ্দিন নাটক হলো, তখন ভয় হয় আবার কি কৌশল। আমি বলতে চাই মানুষ আর বিএনপির কোনো কৌশল দেখতে চায় না। এসব কৌশল আমাদের কাম্য নয়। এবার তাদের নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসতে হবে।’
ব্লগার হত্যার বিষয়ে তিনি বলেন, ‘ধর্মান্ধ গোষ্ঠীর দ্বারা লিষ্ট করে করে যে ব্লগার ও বিজ্ঞান মনষ্ক লোকগুলোকে হত্যা করা হচ্ছে এ বিষয়ে আরো কঠোর হওয়া দরকার।
বর্ষবরণে নারী নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাওয়া ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার সমালোচনা করে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের পুলিশের কাছে এই ব্যবহার আমরা আশা করি না। আমি আশা করবো এই ঘটনা আরেকটু গভীরে গিয়ে অনুসন্ধান করবে কর্তৃপক্ষ। পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’
সংগঠনের সভাপতি ডা. খন্দকার এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক নারায়ণ দেবনাথ প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৫/মাহবুব