ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে আজ সকালের নাস্তায় কলা ও আপেল দেয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আজ তার পূর্ণাঙ্গ মেডিকেল চেকআপ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর সালাহউদ্দিনকে ঘিরে যে জট সৃষ্টি হয়েছে, তার কিছুটা খুলতে পারে বলে আশা করা যাচ্ছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হতে পারে।
এদিকে, গতকাল বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টার দিকে সালাহউদ্দিনের সঙ্গে দেখা করেছেন আইনজীবী রাকেশ মজুমদার। এ সময় তিনি মামলা পরিচালনা করার জন্য তার পক্ষে বিভিন্ন কাগজপত্র গুছাচ্ছেন বলে সালাহউদ্দিনকে আশ্বস্ত করেন।
অন্যদিকে, শিলং সিভিল হাসপাতালের পরিচালক নোবেল রায় বাংলাদেশ প্রতিদিনকে জানান, হাসাপাতালে চিকিৎসাধীন সালাহউদ্দিন আহমেদ বর্তমানে সুস্থ আছেন।
গত ১০ মার্চ উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। এ সময় তার পরিবারে পক্ষ থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়। তবে সে অভিযোগ অস্বীকার করেন আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে গত ১২ মে মেঘালয়ের শিলং পুলিশের হাতে আটক হন সালাহউদ্দিন। যদিও বিএনপির এই নেতা দাবি করেছেন, তিনি নিজেই পুলিশের কাছে আত্মসমার্পন করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৬ মে, ২০১৫/ রশিদা