ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উত্তরাঞ্চলীয় উপকূল থেকে অারও ২০০ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। স্থানীয় সময় শুক্রবার সকালে তাদের উদ্ধার করা হয় বলে জানা গেছে।
ইন্দোনেশিয়ার সেনাপ্রধান মেজর জেনারেল ফুয়াদ বাসাইয়া জানিয়েছেন, সাগরে মাছ ধরার এলাকায় সাঁতার কাটতে দেখে জাহাজ পাঠিয়ে ওই অভিবাসীদের উদ্ধার করা হয়। ওই অভিবাসীদের অর্ধেকের বেশি বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে। বাকিরা মিয়ানমারের রোহিঙ্গা। বর্তমানের তাদের ইন্দোনেশিয়ার লাংসা শহরে জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে।
এর আগে এই উপকূলীয় এলাকা থেকে উদ্ধার করা হয় ৮৯৪ জন অভিবাসীকে।
বিডি-প্রতিদিন/ ১৬ মে, ২০১৫/ রশিদা