বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের ১৫ কেজি ওজন কমেছে। দুই মাস ধরে নিখোঁজ থাকায় খাবার স্বল্পতা আর দুশ্চিন্তায় তাঁর এই অবস্থা হয়েছে। এ ছাড়া ঘুপটি পরিবেশে থাকায় তার শরীরে চর্মরোগ দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি শুক্রবার বিকালে সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এ তথ্য জানিয়েছেন।
হাসপাতালের বাইরে গণমাধ্যমকে তিনি বলেন, সালাহ উদ্দিন এখনও শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন। তার বুকে ব্যথা বেড়েছে। কিডনি সমস্যা দেখা দিয়েছে। ওজন কমেছে ১৫ কেজি। জনি আরও বলেন, চিকিৎসা ও নিরাপত্তা দেওয়ায় সালাহ উদ্দিন আহমেদ ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কারা তাঁকে অপহরণ করেছে ও মেঘালয়ে ফেলে রেখে গেছে এ বিষয়ে সালাহ উদ্দিন আহমেদ এখনো স্পষ্ট করে কিছু বলতে পারছেন না। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তার কথা জড়িয়ে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১৬ মে, ২০১৫/ রোকেয়া।