প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচারপ্রার্থীরা ৬০ থেকে ৭০ ভাগ মামলায় আইনজীবীদের ত্রুটিতে হেরে যায়। আর এ কারণে বিচারপ্রার্থীরা সুবিচার বঞ্চিত হন।
শনিবার সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে ‘আইনের শাসন প্রতিষ্ঠায় বার ও বেঞ্চ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ নামের একটি সংগঠন এ সেমিনারের আয়োজন করে।
এস কে সিনহা বলেন, শুধমাত্র আইনজীবীদের ক্রটির কারণেই ৬০ থেকে ৭০ ভাগ মামলায় বিচারপ্রার্থীরা হেরে যান। মামলা সম্পর্কে বিচারকদের প্রশ্নের উত্তর দিতে পারেন না অনেক আইনজীবীই।
তিনি বলেন, একজন আইনজীবী একজন আর্কিটেকচার (কারিগর)। আইনজীবী মামলার স্টেটমেন্ট এমনভাবে তৈরি করবেন যেন বিচারক প্রশ্ন করলেই উত্তর পাওয়া যায়।
প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগে মামলার জটে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অসংখ্য মামলার ভার আমাদের বহন করতে হচ্ছে।
সেনিমারে আইনের শাসন প্রতিষ্ঠায় বার ও বেঞ্চের সম্পর্ক উন্নয়নে কয়েক দফা প্রস্তাব তুলে ধরে মূল প্রতিবেদন উপস্থাপন করেন ব্যারিস্টার মইন ফিরোজী।
আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ন, বিচারপতি আওলাদ আলী, বিচারপতি কাজী এবাদুল হক প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৫/মাহবুব