ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে খোঁজ পাওয়া বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে বাংলাদেশ সরকারই দেশে ফিরিয়ে আনবে বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী মো. শাহজাহান খান। আজ শনিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা সমুদ্রবন্দরের কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সেইসঙ্গে মন্ত্রী জানান, চলতি বছরেই পায়রা সমুদ্র বন্দরের কাজ শুরু করে ২০১৮ সাল নাগাদ এই বন্দরটির কার্যক্রম চালু করা হবে। আর ২০২৩ সালের মধ্যেই বন্দরটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে বলে জানান তিনি।
মন্ত্রী শাহজাহান খান বলেন, 'সালাহউদ্দিনকে ফেরত আনতে সরকারের কাছে আবেদনের প্রয়োজন নেই। সরকারই তাকে ফিরিয়ে আনবে। কারণ তার বিরুদ্ধে দেশে এবং ভারতেও মামলা হয়েছে।' তিনি বলেন, 'বিএনপি নেত্রী আন্দোলন সংগ্রাম, জ্বালাও পোড়াও করে ব্যর্থ হয়ে সালাহউদ্দিনকে নিয়ে নাটক সাজিয়েছে। যা জনসম্মুখে প্রকাশ পেয়েছে। সালাহউদ্দিনের স্ত্রী আর খালেদা জিয়ার প্রেস সচিবের বক্তব্যে তা স্পষ্ট হয়েছে।'
নৌ পরিবহন মন্ত্রী আরো বলেন, 'পায়রা বন্দরের টার্মিনাল, স্থাপনা, রাস্তাঘাটসহ সব কিছুর কার্যক্রম শেষ করে ২০১৮ সালে এর কার্যক্রম চালু করা হবে। বন্দর থেকে শুরু করে হাইওয়ে পর্যন্ত চার লেন রাস্তা হবে জানিয়ে মন্ত্রী বলেন '২০২৩ সালের মধ্যে পায়রা সমুদ্র বন্দর পূর্ণাঙ্গভাবে চালু হবে।'
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মেজর মো. রফিকুল ইসলাম (বীর উত্তম), চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়াল এডমিরাল মিজান উদ্দিন আহমেদ, বিআইডাব্লিউটিএ’র চেয়ারম্যান এম মোজাম্মেল হক এবং পায়রা বন্দরের চেয়ারম্যান ক্যাপ্টেন সাইদুর রহমান। এছাড়াও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৬ মে ২০১৫/শরীফ