বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জবাব দাখিলের জন্য ৩০ জুন দিন ঠিক করে দিয়েছে আদালত। ড্যান্ডি ডায়িংয়ের ৪৫ কোটি টাকা খেলাপি ্ঋণের মামলায় এ দিন ধার্য করে আদালত।
এ মামলায় বিচার্য বিষয় নির্ধারণের (ইস্যু গঠন) ওপরও সেদিন শুনানি হবে বলে আদালত জানিয়েছে।
ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস আজ রোববার এই আদেশ দেন। খালেদার পক্ষে তার আইনজীবীরা এদিন সময়ের আবেদন করেন।
তবে খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী-সন্তানদের পক্ষে কোনো আবেদন এদিন করা হয়নি।
বিডি-প্রতিদিন/ ১৭ মে,২০১৫/ নাবিল