যশোরের বেনাপোল সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেষা বেনাপোলের অগ্রভুলোট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবু সাইদ (২৭) সাইদ জেলার শার্শা উপজেলার রামপুর গ্রামের জামাত আলীর ছেলে। স্থানীয়দের ধারণা, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাকে গুলি করে হত্যা করেছে।
জানা যায়, আজ সকালে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বিডি-প্রতিদিন/ ২৪ মে, ২০১৫/ রশিদা