প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু দালালদের নয়, পাশাপাশি যারা তাদের খপ্পরে পড়ে অবৈধভাবে বিদেশে যাবে তাদেরও শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ তারা আমাদের দেশের সুনাম নষ্ট করছে। তিনি বলেন, প্রাণের ঝুঁকি নিয়ে যারা সাগরে রওয়ানা দিচ্ছে তাদের কোনো ধারণা নাই তারা কোথায় যাচ্ছে। আজ বনে-জঙ্গলে লাশ পাওয়া যাচ্ছে এটা দুর্ভাগ্যজনক। আগামীতে যেনো কেউ অবৈধভাবে বিদেশ না যায় বিশেষভাবে তা নজরদারি করতে হবে।
রবিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পরিদর্শনে এসে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বিডি-প্রতিদিন/ ২৪ মে, ২০১৫/ রশিদা