ভারতে চলন্ত ট্রেনে ধর্ষণের পর খুন হওয়া বাংলাদেশি নারী নার্গিস আক্তারের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আগামী ১৬ জুনের মধ্যে ময়নাতদন্তের প্রতিবেদন দাখিল করতে খুলনা জেলা পুলিশ কমিশনার ও সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও নির্দেশ দেওয়া হয়েছে। খুলনার ফরেনসিক বিভাগ নার্গিসের ময়নাতদন্ত করবে।
রবিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।
এছাড়া, নার্গিসের লাশ ভারত থেকে বাংলাদেশে স্বজনদের কাছে হস্তান্তরের সময় পাওয়া সকল কাগজপত্র দাখিল করতেও বলা হয়েছে। এদিন, আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এলিনা খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
এরআগে, বুধবার দুপুরে নিহত নার্গিস আক্তারের মামী রাহেলা বেগমের পক্ষে অ্যাডভোকেট এলিনা খান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। রিটে নিহত নার্গিস আক্তারের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত এবং ভারত থেকে বাংলাদেশে লাশ হস্তান্তরের সময় পাঠানো সকল কাগজপত্র চাওয়া হয়। স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, ডিসি খুলনা এবং খুলনা জেলার সোনাডাঙ্গা থানার সংশ্লিষ্ট এসআইকে রিটে বিবাদী করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৪ মে, ২০১৫/মাহবুব