তিনদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানদং। রবিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের উপ-প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ-চীনের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে ঢাকায় এসেছেন উপপ্রধানমন্ত্রী লিউ ইয়ানদং। এর আগে গত মার্চে ৪০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সামনের অক্টোবরে মূল অনুষ্ঠানটি বেইজিং এবং ঢাকায় একযোগে অনুষ্ঠিত হবে।
সফরকালে চীনা উপপ্রধানমন্ত্রী লিউ ইয়ানদং রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও বৈঠক করবেন লিউ ইয়ানদং। পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের শিক্ষা, সংস্কৃতি এবং পর্যটন এ তিন বিষয় প্রাধান্য পাবে। এরপর ২৬ মে দুপুরে তার ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় উপপ্রধানমন্ত্রী লিউ ইয়ানদংকে বিশেষ সম্মাননা দেওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ওই দুইটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বিশেষ বক্তৃতা দিতে পারেন লিউ ইয়ানদং। এ ছাড়া ওই দুইটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের কয়েকটি শিক্ষা বিষয়ক চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিডি-প্রতিদিন/২৪ মে, ২০১৫/মাহবুব