বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দীর্ঘ দেড়মাস ভিসিশূন্য থাকার পর রবিবার নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের পশু পুষ্টি বিভাগের অধ্যাপক ড. মো. আলী আকবরকে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে বিকাল ৫টার দিকে শিক্ষা মন্ত্রনালয় থেকে এক ফাক্স বার্তায় ওই তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক ড. আমিনুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক ড. মো. আলী আকবর ১৯৭৫ সালে বাকৃবি থেকে স্নাতক ১৯৭৭ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের অ্যাবাডীন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২-৯৩ সালে পোস্ট ডক্টরেট ডিগ্রী লাভ করেন। তিনি যোগ্যতার সাথে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি, ডিন কাউন্সিলের আহ্বায়ক, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক বাকৃবি রিসার্স সিস্টেমের পরিচালক পদে দায়িত্বপালন করেছেন। বর্তমানে তিনি ইন্টার ডিসিপ্লিনারি সেন্টার ফর ফুড সিকিউরিটি ইনন্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্বপালন করছেন।
বিডি-প্রতিদিন/২৪ মে, ২০১৫/মাহবুব