ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) এর সভাপতি নির্বাচিত হয়েছেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মাতলুব আহমাদ। এছাড়া সফিউল ইসলাম মহিউদ্দিন প্রথম সহ-সভাপতি এবং মাহবুবুল আলম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য তারা এ পদে দায়িত্ব পালন করবেন।
সোমবার বিকেল সাড়ে ৪টায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ এমপি এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচিত তিনজনই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এর আগে, শনিবার ৬৩ জন প্রার্থীর মধ্য থেকে পরিচালক পদে ৩২ জন নির্বাচিত হন। এদের মধ্যে চেম্বার গ্রুপ থেকে ভোটের মাঠে লড়েছেন ৩০ জন। অন্যদিকে, ৩৩ জন লড়েছেন অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে। ১৬ জন করে দুই গ্রুপ থেকে মোট ৩২ জন প্রার্থী দেশের ‘মিনি পার্লামেন্ট’ খ্যাত এফবিসিসিআইর পরিচালক নির্বাচিত হন।
নির্বাচনে ৩২টি পদের মধ্যে আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বাধীন উন্নয়ন পরিষদ পেয়েছে ২৫টি পদ। বাকি সাতটি পরিচালক পদে বিজয়ী হয়েছেন অপর দুই প্যানেলের প্রার্থীগণ।
বিডি-প্রতিদিন/২৫ মে, ২০১৫/মাহবুব