বাংলাদেশ থেকে আরও সাধারণ, দক্ষ ও বিশেষজ্ঞ জনবল নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৃহস্পতিবার তার বাসভবনে স্বাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহামেদ এন এম আল-দিহাইমি এ আগ্রহের কথা জানান।
কাতারের রাষ্ট্রদূত আরও বলেন, কাতারে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের সততা ও কর্মদক্ষতার বিষয়টি উল্লেখ করে বলেন, বাংলাদেশের শ্রমিকগণ কাতারের জনগণের সাথে মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করছে। তাই এদেশ থেকে আরও জনবল নেয়া হবে।
এসময় স্পিকার বাংলাদেশ থেকে সিরামিকস, ফার্মাসিউটিক্যাল, চামড়াসহ অন্যান্য পণ্য নিতে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিয়কায়নসহ বাংলাদেশে নার্সিং ইনস্টিটিউট গড়ে তুলতে কাতার সরকারের সহযোগিতা কামনা করেন।
এসময় স্পিকার কাতারের অর্থায়নে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট ও পানি শোধনাগার তৈরির সম্পদিত চুক্তিসহ বিভিন্ন সহযোগিতার বিষয় উল্লেখ করেন কাতার সরকারকে ধন্যবাদ জানান।
বিডি-প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব