রামপাল কয়লাভিত্তক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে সারাদেশ থেকে সুন্দরবন অভিমুখে ফের লংমার্চ নিয়ে যাবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক আনু মুহাম্মদ জানান, আগামী ১০ থেকে ১৫ মার্চ এই লংমার্চ হবে।
এর আগে ২০১৩ সালের সেপ্টেম্বরে একই দাবিতে সুন্দরবন অভিমুখে লংমার্চ করেছিল তেলগ্যাস কমিটি।
আনু মুহাম্মদ আরও বলেন, “লংমার্চ শুরুর আগে আগামী ১৫ ফেব্রুয়ারি সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জে এবং ২৭ ফেব্রুয়ারি শনিবার সারা দেশে প্রতিবাদ ও দাবি সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ২২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ বিভিন্ন শ্রেণি ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।”
তিনি বলেন, “আমরা বিভিন্ন সময় সরকারের কাছে লিখিত ও আনুষ্ঠানিক বৈঠকে বলেছি রামপাল বিদ্যুৎকেন্দ্র কেন বাংলাদেশের জন্য ক্ষতিকর। বাংলাদেশ-ভারতের এ যৌথ প্রকল্পটি অস্বচ্ছ ও অসম। সুন্দরবন প্রাকৃতিক বর্ম হিসেবে বাংলদেশের মানুষ ও প্রকৃতিকে রক্ষা করছে। এটি জীব বৈচিত্র্যের আধার হিসেবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে।”
সংবাদ সম্মেলনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রুহিন হোসেন প্রিন্স ও গণসংহতির আহবায়ক জোনায়েদ সাকী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব