চট্টগ্রামে মাছ ধরা বিরোধের জেরকে কেন্দ্র করে খুন হয়েছেন বাবা-ছেলে। তারা হলেন- মো. ইদ্রিস এবং তার ছেলে মো. খালেক হোসেন।
শনিবার বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়ায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান বলেন, পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে নিহত ইদ্রিস ও তার ভাই শফিকুর রহমানের ঝাগড়া হয়। এসময় শফিকুর পিস্তল বের করে ইদ্রিস ও খালেককে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন ইদ্রিস ও তার ছেলে খালেক।
আমাদের লোহাগাড়া প্রতিনিধি জানান, দীর্ঘদিন বাড়ি ভিটে নিয়ে ইদ্রিসের সাথে বড় ভাই শফিকুর রহমানের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বাড়ির একটি পুকুরের মাছ ভাগাভাগি নিয়ে দু’ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শফিকের ছেলে হান্নান ও শফিক বন্দুক নিয়ে ইদ্রিস ও তাঁর ছেলে খালেদকে এলোপাতাড়ি গুলি করলে খালেদ ঘটনাস্থলে নিহত হন। ওই সময় গুরুতর আহত অবস্থায় ইদ্রিসকে দোহাজারী হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক সম্পত্তির ভাগাভাগির বিরোধ নিয়ে ঘটনাটি ঘটে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ ০৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন