ঘন কুয়াশার কারণে ১৮০ জন যাত্রী নিয়ে বরিশালের কীর্তনখোলা নদীর চরে আটকে পড়েছে বিআইডব্লিউটিসির স্টিমার পিএস মাহসুদ।
রবিবার ভোর ৬টার দিকে কীর্তনখোলা নদীর চরকাউয়া চরে এ ঘটনা ঘটে। তবে এতে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।
বিআইডব্লিউটিসির বরিশাল অফিসের ম্যানেজার একে আজাদ জানান, শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে মোড়েলগঞ্জের উদ্দেশে ১৮০ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় স্টিমারটি। রবিবার ভোর ৬টার দিকে ঘন কুয়াশার কারণে নদীর চরকাউয়ার চরে আটকে পড়ে।
তিনি জানান, বিকল্প ব্যবস্থায় বরিশালগামী যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। তবে বর্তমানে হুলারহাট ও মোড়েলগঞ্জগামী ৭৩ জন যাত্রী স্টিমারে রয়েছেন।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব