অবসরের পর তার লেখা পূর্ণাঙ্গ রায় ও আদেশ গ্রহণ করতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে চিঠি দিয়েছেন সদ্য অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
রবিবার প্রধান বিচারপতি বরাবর লেখা এ চিঠি জমা দেন বলে বিচারপতি শাসসুদ্দিন নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ‘অবসরের পর রায় লেখা সংবিধান পরিপন্থি’, প্রধান বিচারপতির এমন বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা চলার মধ্যেই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী অবসরের পর তার লেখা রায় গ্রহণ করতে প্রধান বিচারপতিকে চিঠি দিলেন।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব