পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের পথে আগামীকাল শনিবার মাঝরাতে ঢাকার শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
উল্লেখ্য, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান সফর করবেন মাহমুদ আব্বাস। যাত্রাপথে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি দুই ঘণ্টার জন্য অবস্থান করবেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি।
বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ