ন্যাশনাল হেরাল্ড পত্রিকার তহবিল দুর্নীতির মামলায় কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী ও দলটির ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে স্বশরীরে আদালতে হাজির হওয়া থেকে অব্যাহতি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। তবে উক্ত মামলা বাতিলের ব্যাপারে তাদের আবেদন প্রত্যাখান করেছেন বিচারপতি জে এস খেহারের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ। অর্থাৎ আদালতের আজকের দেয়া নির্দেশে তাদেরকে উক্ত মামলায় বিচারের মুখোমুখি হতে হবে। আগামী ২০ ফেব্রুয়ারি দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে উক্ত মামলার শুনানিতে সোনিয়া ও রাহুলের উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিলেন সংশ্লিষ্ট একটি আদালত। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামী ২০১২ সালে সোনিয়া, রাহুল ও অারো ৪ জনের বিরুদ্ধে মামলাটি করেছিলেন। জওহরলাল নেহেরু প্রতিষ্ঠিত পত্রিকা [এখন বিলুপ্ত] 'ন্যাশনাল হেরাল্ড'র মালিকানা দখলে নেয়ার ক্ষেত্রে এর তহবিল নিয়ে প্রতারণা ও দুর্নীতির অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলাটি করেছিলেন মি. স্বামী।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ