বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবি হাসপাতলে ভর্তি হয়েছেন। ফুসফুস ও শ্বাসকষ্টের সমস্যার কারণে সোমবার দুপুরে তাকে কুড়িগ্রামের বাড়ি থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক এসকে অপু জানান, ''তারামন বিবি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন। তার অবস্থা উন্নতির দিকে।''
একই সমস্যা নিয়ে গত জানুয়ারি মাসে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নেন তারামন বিবি। অবস্থার অবনতি হওয়ায় আবারও তাকে হাসপাতালে ভর্তি হতে হলো।
বীর প্রতীক তারামন বিবির আনুষ্ঠানিক নাম তারামন বেগম। কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কাচারিপাড়ার এই নারী এক ছেলে ও এক মেয়ের মা।
কুড়িগ্রামের শংকর মাধবপুরে ১১ নম্বর সেক্টরে কমান্ডার আবু তাহেরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তারামন বিবি। মুক্তিযোদ্ধাদের সহযোগিতা, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকিস্তানিদের খবর সংগ্রহের পাশাপাশি অস্ত্র হাতে সম্মুখ যুদ্ধেও অংশ নেন তিনি।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার তারামন বিবিকে বীর প্রতীক খেতাব দেয়। তবে এই মুক্তিযোদ্ধাকে খুঁজে বের করা সম্ভব হয় ১৯৯৫ সালে। ওইবছর ১৯ ডিসেম্বর সরকারের পক্ষ থেকে তারামন বিবির হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ