ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের মেয়াদ তৃতীয় দফায় বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় বাড়ার পাশাপাশি প্রকল্পের ব্যয় ৬২৬ কোটি ৬৪ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৮১৬ কোটি ৯৩ লাখ টাকা।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নির্বাহী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা।
তৃতীয় দফা সংশোধনের মাধ্যমে প্রকল্পের ব্যয় ৬২৬ কোটি ৬৪ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৮১৬ কোটি ৯৩ লাখ টাকা। পাশাপাশি সময় বাড়ানো হয়েছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। এ প্রকল্পসহ একনেক বৈঠকে নয়টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘বর্ধিত মেয়াদের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা আশা করছি এই সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রকল্পে শুরু থেকে নানা সমস্যা দেখা দিয়েছে। এখন এ বছরের মধ্যেই এর কাজ শেষ হবে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে, যা ওই সড়কের দুঘর্টনা হ্রাসসহ জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে। তাই এই প্রকল্পের সংশোধনী প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
আগামীতে ঢাকা-চট্রগ্রাম চার-লেনের ওপরে চার লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে বলে্ও তিনি জানান পরিকল্পনামন্ত্রী।
বিডি-প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব