টানা ৫ দিন নিখোঁজ থাকার পর হবিগঞ্জের বাহুবলে ৪ স্কুলছাত্রের লাশ উদ্ধার পুলিশ। বুধবার সকালে উপজেলার সুন্দ্রাটিকি এলাকার ইছার বিল নামক স্থানে মাটি চাপা অবস্থায় মৃতদেহগুলো উদ্ধার করা হয়।
নিহত শিশুরা হলো বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া শুভ (৮), প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭), চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০) ও সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাইল মিয়া (১০)। এদের মধ্যে তিনজন সম্পর্কে আপন চাচাতো ভাই।
জানা যায়, ওই এলাকার কয়েকজন বালি উত্তোলনকারী শ্রমিক মাঠে কাজ করছিলেন। এ সময় বাতাসে লাশের গন্ধ তাদের নাকে লাগলে তারা এদিক সে দিক খেয়াল করতেই একটি গর্তের উপরে এক শিশুর বেরিয়ে থাকা হাতের একটি অংশ দেখতে পান। সাথে বিষয়টি স্থানীয় লোকজন ও পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টায় বাড়ির পাশের মাঠে খেলা করতে যায় ওই শিশুরা। সন্ধ্যার পরও তারা বাড়িতে ফিরে না আসায় অভিভাবকরা খোঁজাখুজি করতে থাকে। কোথাও তাদের সন্ধান না পেয়ে শুক্রবার রাতেই উপজেলার সর্বত্র মাইকিং করা হয়। পরদিন শনিবার দুপুর পর্যন্ত ওই চার শিশুর সন্ধান না পেয়ে জাকারিয়া আহমেদ শুভর বাবা ওয়াহিদ মিয়া বাদী হয়ে বাহুবল মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
খবর পেয়ে সিলেটের ডিআইজি মো. মিজানুর রহমান পিপিএম, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও র্যাবের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেন।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব