দ্বিতীয় ধাপে দেশের ৬৮৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) একযোগে আগামী ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ ও ৬ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ, ভোট গ্রহণ ৩১ মার্চ। এর আগে গত ১১ ফেব্রুয়ারি প্রথম দফায় ৭৫২টি ইউনিয়ন পরিষদে ২২ মার্চ ভোটগ্রহণের দিন নির্ধারণ করে ইসি। তবে বিভিন্ন কারণে পরবর্তীতে ১৩টির তফসিল স্থগিত করা হয়।
প্রসঙ্গত, প্রথম দফায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২২ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ২ মার্চ, প্রতীক বরাদ্দের জন্য ৩ মার্চ ধার্য করা হয়।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব