পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর চর সন্দেহে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার মেহেদীপুর থেকে ২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে রাজ্যটির সিআইডি গোয়েন্দা।
বৃহস্পতিবার সকালে মালদা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের মেহেদীপুর স্থলবন্দর থেকে তাদের আটক করা হয়। তারা হলেন আনারুল শেখ ও ইমদাদুল শেখ।
পুলিশ সূত্রে খবর, আটক হওয়া দুইজনের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে। এদিন দুপুরে ২ জনকেই মালদা জেলা আদালতে তোলা হয়। আদালত তাদের ১০ দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন।
আটক দুই ব্যক্তিকেই কলকাতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পুলিশ সূত্রে খবর, এই দুই ব্যক্তি এর আগেও বেশ কয়েকবার পাশপোর্ট ভিসা করে ভারতে আসেন এবং ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের ছবি তুলে আইএসআই-কে পাচার করছিল বলে অভিযোগ। যদিও সবকিছুই খতিয়ে দেখছে পুলিশের গোয়েন্দারা।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব