‘শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের’ অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এই বিষয়টি নিশ্চিত করে আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ আল শাহীন জানান, “চিফ প্রসিকিউটরের অফিস থেকে তার (মোহাম্মদ আলী) বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে। এর প্রেক্ষিতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে তাকে সাসপেন্ড করা হয়েছে।”
এর আগে, গত রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু শৃঙ্খলাভঙ্গ ও অসদাচরণের জন্য মোহাম্মদ আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠান।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু স্বাক্ষরিত ওই চিঠি গত ১৫ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয়ে পৌঁছায়। সেখানে ট্রাইব্যুনালে বিচারাধীন একটি মামলায় এক আসামির জামিনের জন্য প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয় মোহাম্মদ আলীর বিরুদ্ধে।
প্রধান প্রসিকিউটর ওই চিঠিতে বলেন, “নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে তার (মোহাম্মদ আলী) বিরুদ্ধে শৃঙ্খলা ও আচরণবিধি ভঙ্গ এবং পেশাগত অসদাচরণের গুরুতর অপরাধের অভিযোগে প্রয়োজনীয় পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরি।”
আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা আবদুল্লাহ আল শাহীন বলেন, বিভাগীয় ব্যবস্থা হিসেবে মোহাম্মদ আলীকে সাময়িক বরখাস্ত করার পর এখন তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী বিভাগীয় তদন্তসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের এক নোটিসে জানানো হয়, প্রসিকিউটর মোহাম্মদ আলীকে আলবদর শামসুল হক গং ও হোসেন তরফদারসহ ট্রাইব্যুনালের অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ট্রাইব্যুনালে কোনো মামলা পরিচালনা করতে পারবেন না।'
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব