ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার দেড় ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে বন্ধ হয়ে সাড়ে ৮টায় স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পাটুরিয়া কার্যালয়ের সহকারী ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, ঘন কুয়াশার কারণে বয়াবাতি দেখা না যাওয়ায় সকাল ৭টার দিকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে ৫টি ফেরি আটকা পড়ে। সকালে সাড়ে ৮টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ