জিয়াউর রহমান পাকিস্তানের সঙ্গে ‘কনফেডারেশন করার ষড়যন্ত্র করেছিলেন বলে সরকারদলীয় একজন সংসদ সদস্যের অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেছে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘মূল সঙ্কট’ থেকে জনগণের দৃষ্টি সরিয়ে নিতে জিয়াকে ‘অন্যভাবে উপস্থাপনের’ চেষ্টা চলছে।
শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, “জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষক ছিলেন, তিনি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছেন, দীর্ঘ নয় মাস লড়াই করেছেন বীরোত্তম উপাধি পেয়েছেন এবং পরবর্তীতে এই আধুনিক বাংলাদেশের সত্যিকার অর্থে স্থপতি তিনি ছিলেন। গণতন্ত্রকে পুনরায় ফিরিয়ে এনেছেন।”
“সেই মানুষকে যদি কেউ অন্যভাবে চিহ্নিত করতে চায়, সেটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাতে জনগণ বিভ্রান্ত হবে না,” যোগ করেন ফখরুল।
আসন্ন ইউপি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ইউপি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার কাজ চলছে। সঠিক সময়ে তা ঘোষণা করা হবে। বিএনপি নির্বাচনে যাচ্ছে, তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা আশাবাদী নই।’
দলের আসন্ন কাউন্সিল প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আমরা কাউন্সিলের জন্য ভেন্যু চেয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমাদের অনুমতি দেওয়া হয়নি। আশা করি, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দিয়ে আমাদের অনুমতি দেওয়া হবে।'
এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক মো. আক্রমুল হাসান, দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারি প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব