বসুন্ধরা গ্রুপের সংবাদভিত্তিক নতুন টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের লোগো উন্মোচন করা হয়েছে।
আজ সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই লোগো উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, নিউজ টোয়েন্টিফোরের সিইও ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম এবং দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন।
এ সময় সারা দেশ থেকে আগত কেবল অপারেটর ব্যবসায়ী, কর্মকর্তা এবং তাদের প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, নিউজ টোয়েন্টিফোরের যাত্রার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো দেশে সম্প্রচার মাধ্যম কতটা সম্প্রসারিত হচ্ছে, কতটা এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, এই চ্যানেলটি যখন যাত্রা শুরু করছে তখন সমৃৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা তিনটি ক্ষেত্রে যুদ্ধ করছি। প্রথমত, জঙ্গি দমন যুদ্ধ, দ্বিতীয়ত, নিজেদের ক্ষমতায় উন্নয়ন করার যুদ্ধ এবং তৃতীয়ত, বৈষম্য নিরসনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার যুদ্ধ। দেশের স্বার্থে নিউজ টোয়েন্টিফোর এই যুদ্ধে শামিল হয়ে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, আপনারা অবশ্যই সমালোচনা করবেন। কারণ, আমাদের প্রধানমন্ত্রী সমালোচনাসহিষ্ণু। কিন্তু ভুল, মিথ্যা কিংবা বিকৃত তথ্য দিয়ে উসকানি দেবেন না। প্রধানমন্ত্রীর 'আমরাও পারি' ধ্বনির সঙ্গে সুর মিলিয়ে এগিয়ে যেতে পারলে নিউজ টোয়েন্টিফোর বিশ্বমানের টেলিভিশন হতে পারবে বলেও মন্তব্য করেন হাসানুল হক ইনু।
আহমেদ আকবর সোবহান বলেন, এক সময় মিডিয়া মনে করত, নেতিবাচক খবর প্রকাশ করলেই এক নম্বর মিডিয়া হওয়া যায়। কিন্তু না। সরকারের সমালোচনা ছাড়াও সত্তর-আশি ভাগ পজিটিভ খবর দিয়ে যে এক নম্বর সংবাদপত্র হওয়া যায় তা ইতিমধ্যে বাংলাদেশ প্রতিদিন প্রমাণ করে দিয়েছে। তেমনি নিউজ টোয়েন্টিফোরও দেশের স্বার্থে বাংলাদেশের ইতিবাচক খবর তুলে ধরবে। এই চ্যানেল খারাপকে খারাপ, ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলবে। একই সঙ্গে সরকারের ভুলত্রুটিও ধরিয়ে দেবে। নিউজ টোয়েন্টিফোর সফল হলে বসুন্ধরা গ্রুপ দেশের উন্নয়নে একটি স্পোর্টস ও এডুকেশন চ্যানেল এবং একটি বিনোদন চ্যানেল নিয়ে আসবে বলেও জানান তিনি।
নিউজ টোয়েন্টিফোর যাতে দেশের জন্য, মানুষের জন্য, সর্বোপরি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারে সে জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
লোগো উন্মোচন শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী, এস আই টুটুল, ফকির শাহবুদ্দিন, রেশমি ও লেমিস।
বিডি-প্রতিদিন/ ১৯ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন