দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে মাল্টিমিডিয়া ও ডিজিটাল ক্লাসরুম এবং কম্পিউটার ল্যাব বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ক্ষুদে কম্পিউটার প্রোগ্রামারদের ‘জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৬’ আসরের ঢাকা মহানগর আঞ্চলিক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশকে ডিজিটাল অর্থনৈতিক দেশে রূপান্তর করতে দেশের ২৭টি বিশ্ববিদ্যালয়ে ‘স্পেশালাইজড’ ল্যাব করা হয়েছে। সারা বাংলাদেশে দুই হাজার হাইস্কুল ও কলেজে শেখ রাসেল কম্পিউটার কাম ল্যাংগুয়েজ ল্যাব স্থাপন করছি। এছাড়া বাংলাদেশে এক লাখ ৭০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে মাল্টিমিডিয়া ক্লাসরুম, ডিজিটাল ক্লাসরুম এবং কম্পিউটার ল্যাব যত দ্রুত সম্ভব স্থাপন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “সম্ভাবনার দ্বার প্রযুক্তি। এজন্য প্রোগ্রামিং জানতে হবে, কোডিং জানতে হবে। বিজ্ঞান, অংক, ইংরেজি ভাল করে শিখলে জীবনে ভাল কিছু করা যায়, এর সাথে আরেকটি বিষয় ছোটকাল থেকে শুরু করতে হবে- তা হচ্ছে প্রোগ্রামিং এবং কোডিং।”
পলক বলেন, “আমরা টার্গেট ঠিক করেছি, ২০২১ সাল নাগাদ কয়েক বিলিয়ন ডলার আইটি খাত থেকে রপ্তানি করব। আমরা ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান আইসিটি সেক্টরে করব।”
বিডি-প্রতিদিন/১১ মার্চ, ২০১৬/মাহবুব