সুন্দরবনের ভদ্রা নদী থেকে মুক্তিপণের দাবিতে রবিবার সকালে ১০ জেলেকে অপহরণ করেছে বনদস্যু সাগর বাহিনীর সদস্যরা। অপহৃত জেলেদের কাছে জনপ্রতি ৫০ হাজার করে মুক্তিপণ দাবি করেছে বনদস্যুরা। অপহৃত জেলেদের উদ্ধারে দুপুর থেকে অভিযান শুরু করেছে কোস্টগার্ড ও সুন্দরবনের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা।
সুন্দরবন বিভাগ ও জেলে-মহাজন সূত্র জানায়, সুন্দরবনের নলিয়ান রেঞ্জের কালাবগী সংলগ্ন ভদ্রা নদীতে নিষিদ্ধ বেন্দী জাল দিয়ে রবিবার সকালে মাছ শিকার করছিল জেলেরা। এ সময় ওই জেলে বহরে হামলা চালায় বনদস্যু সাগর বাহিনীর সশস্ত্র সদস্যরা। বনদস্যুরা জেলেদের মারপিট ও আহরিত মাছসহ অন্যান্য মালামাল লুট করার পাশাপাশি মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীন অরণ্যে নিয়ে যায়। জেলে অপহরণের খবর নিশ্চিত হয়ে দুপুরে অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে কোস্টগার্ড ও সুন্দরবনের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা। অপহৃত জেলেদের বাড়ি খুলনার কালাবগী, কয়রা, ডুমুরিয়া এলাকায় বলে জানিয়েছে সুন্দরবন বিভাগ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ