বিজিবির প্রথম নারী সৈনিকদের একটি দল বেনাপোল সীমান্তে কাজে যোগ দিয়েছে। বেনাপোল বিজিবির আইসিপি ক্যাম্পের হাবিলদার কামাল হোসেন বলেন, রবিবার বিজিবির ১৫ জন নারী সৈনিককে বেনাপোল সীমান্তে যুক্ত করা হয়েছে।
বিজিবির নারী সৈনিকের প্রথম ব্যাচের ৯৭ জনের মধ্যে ১৫ জনকে গত ৫ জুন যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়। এই ১৫ জনই বেনাপোলে বিজিবির আইসিপি ক্যাম্পে যোগ দিয়েছেন। এদের মধ্যে আন্তর্জাতিক চেকপোস্টে (আইসিপি) ১৩ জন ও আমড়াখালি চেকপোস্টে দুইজনকে রাখা হয়। নারী সৈনিকরা ওখানে শুধু দিনের বেলায় দায়িত্ব পালন করবেন বলে জানান হাবিলদার কামাল।
তিনি বলেন, পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ ও সমঅধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবিতে ২০১৫ সালে প্রথমবারের মতো নারী সৈনিক নিয়োগ দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ