রাজশাহীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার রাত তিনটার দিকে নগর গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নগরীর মতিহার থানার আশরাফের মোড় এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল রাতে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়। তার পরিচয় উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।
বিডি প্রতিদিন/ ০২ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন