বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক (জাতিসংঘ বিভাগ) মুস্তাফিজুর রহমানকে সিঙ্গাপুরের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিজ্ঞ এই কূটনীতিককে নিয়োগের তথ্য জানানো হয়।
পেশাগত জীবনে মুস্তাফিজুর রহমান নিউইয়র্কে জাতিসংঘ মিশনে উপ-স্থায়ী প্রতিনিধি এবং কলকাতায় উপ-হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন। এছাড়া জেনেভায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং প্যারিসে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন দায়িত্বেও তিনি কর্মরত ছিলেন।
শিক্ষাজীবনে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রিধারী মুস্তাফিজুর রহমান লন্ডন ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে মাস্টার্স, প্যারিসের ইন্সটিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে ইন্টাররন্যাশনাল রিলেশন অ্যান্ড ডিপ্লোমেসি বিষয়ে ডিপ্লোমা এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ইয়র্ক থেকে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট বিষয়ের ওপর পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছেন।
বিডি-প্রতিদিন/০২ আগস্ট, ২০১৬/মাহবুব