প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম ধর্মকে হেয় করার জন্য কিছু বিপথগামী তরুণ নিরীহ মানুষকে হত্যা করছে। বুধবার সকালে রাজধানীর আশকোনায় আনুষ্ঠানিকভাবে হজ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে জঙ্গিবাদের কোনো স্থান নেই। দুঃখ লাগে, যখন দেখি কিছু বিপথগামী তরুণ ঠাণ্ডা মাথায় নিরীহ মানুষ হত্যা করে। যারা নিরীহ মানুষকে হত্যা করছে, তারা ইসলাম ধর্মকে হেয় করছে।
জঙ্গিদের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা খুন-খারাবি করে, মানুষ হত্যা করে ধর্মকে হেয় করছে তাদের বিরুদ্ধে জাতিকে সোচ্চার হতে হবে। ঘরে-বাইরে, কর্মস্থলে সবাইকে সজাগ থাকতে হবে। জঙ্গিদের ঠাঁই বাংলাদেশে হবে না’
হজ যাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘হাজী সাহেবরা ভাল মতো হজ পালন করে আসেন, এটা চাই। সুস্থ থাকেন, ভাল থাকেন এটাই কামনা করি। দেশের জন্য দোয়া করবেন, দেশের মানুষের জন্য দোয়া করবেন।’
দেশের জন্য প্রার্থনার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের হাত থেকে এদেশের মানুষ যেন মুক্তি পায়। সেজন্য দোয়া চাই। ব্যক্তিগতভাবে আপনাদের কাছে দোয়া চাই। সহি-সালামতে আপনজনের কাছে ফিরে আসুন।’
তিনি আরও বলেন, ‘সুষ্ঠুভাবে হজ পালনে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। কেউ যেন হজের নাম করে সৌদি আরবে থেকে না যায়, এ বিষয়ে নজর দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, আগামী ৪ অগাস্ট থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে এবং চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৬ অক্টোবর পর্যন্ত চলবে।
বিডি-প্রতিদিন/০৩ আগস্ট, ২০১৬/মাহবুব