বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মন্তব্য করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)। সংস্থাটির গত জুলাই মাসের এক প্রতিবেদনে এই মন্তব্য উঠে এসেছে।
রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় ও কিশোরগঞ্জে শোলাকিয়ায় জঙ্গি হামলা এবং ঢাকার কল্যাণপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে হতাহত হওয়ার ঘটনা উল্লেখ করে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে এ মন্তব্য করেছে আইসিজি।
সংস্থাটি বলেছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার ভারতীয় উপ মহাদেশের শাখা (এইকিউআইএস) বিস্তার রোধ করাই সরকারের প্রাথমিক চ্যালেঞ্জ। সরকারের উচিত জবাবদিহি ও নিরপেক্ষভাবে আইন প্রয়োগের ভিত্তিতে সন্ত্রাসবাদ মোকাবিলার নীতি গ্রহণ করা।
বিডি প্রতিদিন/৩ আগষ্ট ২০১৬/হিমেল-২০