ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ওপারে বিএসএফ'র গুলিতে আলম হোসেন (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ শুক্রবার ভোররাতে ভারতের ৪/৫শ' গজ ভিতরে বিএসএফ'র গুলিতে তিনি নিহত হন। নিহত আলম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নয়ঘোড়িপাড়া গ্রামের আব্দুস সামাদ গামার ছেলে। মৃতদেহটি তার সঙ্গীরা বাংলাদেশের ভিতরে নিয়ে এসেছে।
ঝিনাইদহ খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তাজুল ইসলাম জানান, বাঘাডাঙ্গা সীমান্ত পার হয়ে ১০/১২ জনের একদল গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যায়। গরু ব্যবসায়ীরা ওপারের বর্ণবাড়িয়া বিএসএফ ক্যাম্প এলাকায় গেলে বিএসএফ তাদের বাধা দেয়। এ সময় বিএসএফ'র উপর গরু ব্যবসায়ীরা হামলা চালালে বিএসএফ গুলিবর্ষণ করে। গুলিবিদ্ধ হয়ে আলম নামে এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিজিবি'র পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ