ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
শনিবার ভোরে সদর উপজেলার ঝাগুরজুলি ও বুড়িচং উপজেলার কাবিলায় এ দুর্ঘটনা দু'টি ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান জানান, প্রথম দুর্ঘটনাটি ঘটে বুড়িচং উপজেলার কাবিলায়। ঢাকা থেকে চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ২ জন পুরুষ যাত্রী নিহত হন। আহত হন ৫ জন। নিহত একজনের নাম ইসমাইল হোসেন (৪০), তার বাড়ি নোয়াখালী। অপরজনের বয়স (৪৫)। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
অপর দুর্ঘটনাটি ঘটে একই মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার ঝাগুরজুলিতে। এখানে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় ঢাকামুখী একটি
মিনি ট্রাক। এতে মিনি ট্রাকের হেলপার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার রাইজপাড়া গ্রামের আবদুস সালামের ছেলে মাইনুদ্দিন (২৪) নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করেছে।
এর আগে, শুক্রবার রাতে কুমিল্লার ময়নামতি-নাজিরা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মহানগর ছাত্র শিবিরের সভাপতি ডা. মোজাম্মেল হক নিহত হন।
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৬/মাহবুব