ভারতের ত্রিশুরে অনুষ্ঠিতব্য ‘মার্জিনালাইজেশন, পভার্টি অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের উদ্দেশে আজ বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আগামী ১৯ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এলজিআরডি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই সফরে তিনি বিশ্বব্যাংক সাহায্যপুষ্ট পশ্চিমবঙ্গের এলজিএসপি প্রজেক্টের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
উল্লেখ্য,এ সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রী পাঁচ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অন্যান্য সদস্যগণ হচ্ছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের (এনআইএলজি) মহাপরিচালক মুস্তফা কামাল হায়দার, এলজিএসপি-২ এর উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াহ্-ইয়া-ভূঞা এবং মন্ত্রীর একান্ত সচিব মুহম্মদ ইবরাহিম।
আগামী ২২ নভেম্বর দেশে ফিরবেন মন্ত্রী।
বিডি প্রতিদিন/ ১৭ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৭