নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (এনসিসি) মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র নিলেন আলোচিত সাত খুন মামলায় বাদীপক্ষের আইনজীবী ও দলের জেলা সহসভাপতি সাখাওয়াত হোসেন খান। এনসিসি নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন তিনি। বুধবার বেলা পৌনে ১২টায় জেলা রিটার্নিং অফিসে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।
এর আগে দলীয় মনোনয়ন পাওয়ার পর সাখাওয়াত হোসেন বাংলাদেশ প্রতিদিনকে এক প্রতিক্রিয়ায় বলেছেন, আমি এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। নারায়ণগঞ্জের মানুষ পরিবর্তনের পক্ষে। মানুষ ভোট দেওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন। তিনি বলেন, নারায়ণগঞ্জে বিএনপিরই ৬০ ভাগ ভোট রয়েছে। সুষ্ঠু ভোট হলে আমি বিপুল ভোটে জয়ী হব। নির্বাচনের মধ্য দিয়ে আমি জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লড়াই করব। আমি ভেঙে যাব, কিন্তু মচকাব না।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৪