বাংলাদেশ থেকে এক হাজার বিশেষজ্ঞ চিকিৎসক নেওয়ার আগ্রহ দেখিয়েছে সৌদি আরব সরকার। দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বুধবার এ তথ্য জানিয়েছেন। খবর বিডিনিউজের।
তিনি বলেন, চলতি সপ্তাহের শুরুতে সৌদি সরকার এক হাজার বাংলাদেশি চিকিৎসক ও বিশেষজ্ঞ চেয়ে তাদের আগ্রহের কথা জানিয়েছে। বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
১০ বছর বন্ধ থাকার পর গত জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের পর বাংলাদেশি চিকিৎসকদের জন্য সৌদি আরবে কর্মক্ষেত্র সৃষ্টি হয়েছে বলে জানান মসীহ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ