মিয়ানমারের রাখাইন রাজ্যে দমন-পীড়ন ও হত্যার ঘটনায় সীমান্ত পাড়ি দিয়ে প্রতিদিন বাংলাদেশে ঢুকছে শত শত রোহিঙ্গা। এতে সীমান্তে তৈরি হয়েছে নতুন সঙ্কট। এর প্রেক্ষাপটে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশ সরকারের তলবে বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে অতিরিক্ত সচিব কামরুল আহসানের সঙ্গে দেখা করেন মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থান।
কামরুল আহসান পরে সাংবাদিকদের বলেন, যে পরিস্থিতি চলছে তা নিয়ে ‘বাংলাদেশের উদ্বেগের কথা’ মিয়ানমারের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে।
গত ৯ অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্ত পোস্টে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় সেদেশের নয় সীমান্ত পুলিশের মৃত্যুর পর আশপাশের এলাকাগুলোয় ব্যাপক ধরপাকড় শুরু হয়। রাখাইন রাজ্যের রোহিঙ্গা-অধ্যুষিত জেলাগুলোয় শুরু হয় সেনাবাহিনীর অভিযান।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, সেনাবাহিনীর অভিযানে রাখাইন প্রদেশে ১২শ’র বেশি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে।
এ সহিংসতায় ৮৬ জনের মৃত্যুর খবর মিয়ানমার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে মানবাধিকার সংগঠনগুলোর হিসেবে নিহতের সংখ্যা আরও অনেক বেশি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ