ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠান থেকে চুরি হওয়া ব্যাগ দ্রুততম সময়ে উদ্ধার করে দেওয়ায় পুলিশ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনারা। বুধবার সন্ধ্যায় পুলিশকে ধন্যবাদ জানিয়ে ঢাকাস্থ নেদারল্যান্ডসের দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দেন তিনি।
ডাচ রাষ্ট্রদূত ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সঙ্গে হাস্যোজ্জ্বলভাবে হ্যান্ডশেক করার একটি ছবিও পোস্ট করেন। পোস্টের মাধ্যমে বাংলাদেশ সরকার, কূটনৈতিক পুলিশ, যারা ছবি শেয়ার করে সমব্যথী হয়েছেন তাদের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন কুলেনারা।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে 'ফ্রিডম' শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী চলাকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মারগারিটা কুলেনারার ব্যাগ চুরি হয়ে যায়। তবে দুই দিনের বুধবার মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা ব্যাগটি উদ্ধারের পাশাপাশি চুরির সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করেন।
বিডি প্রতিদিন/ ২৩ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-২২