বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে নির্যাতনমূলক মামলার দায়ে তিন পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহার দাবিতে ঢাকাসহ সারা দেশের বিভাগীয় ও জেলা শহরে আজ রবিবার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে সারা দেশে সাংবাদিকদের ওপর হয়রানি ও নির্যাতনেরও প্রতিবাদ জানানো হয়।
রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় এ কর্মসূচি শুরু হয়। এতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দসহ সাংবাদিক প্রতিনিধিরা অংশ নিয়ে বক্তব্য দেন।
এসময় বক্তারা সাংবাদিক নাজমুল হুদার নিঃশর্ত মুক্তি দাবি করেন। একই দাবিতে সারা দেশেই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম