রাজধানীর যাত্রাবাড়ী ও দারুস সালাম থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাশকতার আরও তিনটি নাশকতার মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর মধ্যে ২০১৫ সালের ২৪ মার্চ বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে পুড়িয়ে যাত্রী হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার মামলা দু’টি এবং ৩ মার্চ দারুস সালাম থানার নাশকতার মামলাটি দায়ের করা হয়।
একই সঙ্গে ওইসব মামলার অভিযোগপত্র আমলে নেওয়া কেন বাতিল করা হবে না- তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।
এর আগে গত ৭ মে দারুস সালাম থানার নাশকতার দু’টি, ১৩ এপ্রিল দারুস সালাম থানার দু’টি ও যাত্রাবাড়ী থানার একটিসহ নাশকতার তিনটি, গত ৯ এপ্রিল দারুস সালাম থানার নাশকতার তিনটি মামলা স্থগিত করেন আদালত।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৭/মাহবুব