বাংলাদেশ রেলওয়ের অধীন যেসব রেলভূমি বিনা নিলামে হস্তান্তর তথা নিয়ম বহির্ভূতভাবে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছে, তার তালিকা চেয়েছে সংসদীয় কমিটি।একইসঙ্গে সেই সব জমি উদ্ধারে আইনগত ব্যবস্থা নিতে সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি চট্টগ্রামের পাহাড়তলীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতি বিজড়িত তৎকালীন ইউরোপিয়ান ক্লাব ভবন এবং মাস্টারদা সূর্যসেনের স্মৃতি বিজড়িত তৎকালীন অস্ত্রাগারটি ঐতিহাসিক স্থান হিসেবে সংরক্ষণের কাজ শুরুর সুপারিশ করা হয়।
সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৩তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরী। রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক, খালিদ মাহমুদ চৌধুরী, মো. আলী আজগার, মোহাম্মদ নোমান, ফাতেমা জোহরা রানী বৈঠকে অংশগ্রহণ করেন।
সংসদ সচিবালয় জানায়, বৈঠকে বাংলাদেশ রেলওয়ের কোচ, ইঞ্জিন ও যাবতীয় খুচরা যন্ত্রাংশ সংগ্রহের ক্ষেত্রে অথরাইজড ডিলারদের কাছ থেকে সার্টিফিকেট অব অরিজিন দেখে সংগ্রহ করার সুপারিশ করা হয়। বৈঠকে জানানো হয়, বাংলাদেশ রেলওয়েতে রাজস্ব আয় বৃদ্ধির জন্য চলমান ট্রেনগুলোতে কোচ বৃদ্ধি, অধিক সংখ্যায় কনটেইনার পরিবাহী ট্রেন এবং মালবাহী ট্রেন পরিচালনা করা হচ্ছে।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, রেলওয়ের মহাপরিচালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৭/মাহবুব